“শ্রীমদ্ভগবদগীতা পাঠ”

 

সুব্রত দাশ

শ্রীমদ্ভগবদগীতা পাঠ করার কথা বললে আমায়
গায়ে আসে জ্বর।
গীতা প্রশিক্ষক যদি গীতার শ্লোক ধরেন তখন আমার বুক করে ধরপর।
সকাল বেলা পিতা বকেন,
বিকেল বেলা জ্যৈষ্ঠ ভ্রাতা বকেন,
রাত্রি হলে আবার আমি জ্যৈষ্ঠ ভগ্নীর বকা খায়।
বাড়ির সবাই দেখলে আমায় মুখ’টি করে ভার।
বকা ঝকা খেতে, খেতে ভালো লাগে না আর।
আজ থেকে তাই ঠিক করেছি,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবো যতন করে,
দেখে যেন সকলেরই খুশিতে মন ভরে।