দুর্জয় বড়ুয়া প্রতিনিধি
“গণতান্ত্রিক মূল্যবোধ ও অহিংস নীতির চর্চা ছাড়া শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। সচেতন তরুণরাই পারে তৃণমূল পর্যায়ে এই পরিবর্তনের সূচনা করতে।”
রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পোমাংপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত “গণতান্ত্রিক সুশাসন ও অহিংস সমাজ নির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও সাবেক সহকারী শিক্ষক রনজিৎ নারায়ণ ত্রিপুরা।
উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি হাসান মোর্শেদ রিফাত, এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি মিহির কান্তি ত্রিপুরা বলেন, “গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়; এটি প্রতিদিনের জীবনে চর্চার বিষয়। সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করলেই প্রকৃত সুশাসনের ভিত্তি গড়ে উঠবে।”
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে মঞ্চস্থ হয় একটি নাটক, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের সভাপতি ও দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত বলেন, “তরুণরাই পারে অহিংস ও গণতান্ত্রিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট থাকা।”
তিনি অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।