“বাজার নয়, স্বপ্ন পু’ড়েছে!” – দীঘিনালায় উ’ত্তাল ব্যবসায়ী জনতা

দুর্জয় বড়ুয়া :- খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোষীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় বাজারের সব দোকানপাট বন্ধ রেখে বাজার চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা। তিনি বলেন“আমাদের চোখের সামনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুন কোনো দুর্ঘটনা নয়—এটা একটা ঠাণ্ডা মাথার ষড়যন্ত্র। প্রশাসনের কাছে আমরা স্পষ্টভাবে বলছি—এ ঘটনার ন্যায়বিচার চাই। দোষী যেই হোক, তার শাস্তি এমন হতে হবে যাতে কেউ ভবিষ্যতে এমন কাজ করতে সাহস না করে।”

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,“অগ্নিকাণ্ডের পর আমরা হতভম্ব ছিলাম, ভেবেছিলাম এটা দুর্ঘটনা। কিন্তু সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে, তা দেখে বুক কেঁপে উঠেছে। যিনি এ ঘটনার সঙ্গে জড়িত, তিনি জামিনে বেরিয়ে এসেছেন—এটা আমাদের জন্য লজ্জার ও ক্ষোভের বিষয়। আমরা চাই, তার দ্রুত বিচার হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,দপ্তর সম্পাদক আব্দুর রহিম,এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, নুর ইসলামকে বাজারের সকল কর্মকাণ্ড থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাঁরা হুঁশিয়ারি দেন, “আমরা শুধু শান্তিপূর্ণ কর্মসূচি করছি, কিন্তু যদি দাবি আদায় না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।