
আমাদের দিগন্ত প্রতিবেদক
শনিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের কনফারেন্স হলে সিএমপির এপ্রিল-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় ম সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। কিশোর গ্যাং প্রতিরোধে তালিকা ধরে প্রচলিত আইনগত ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থাগ্রহণের জন্যও তিনি ক্রাইম ডিভিশন ও মহানগর গোয়েন্দা বিভাগকে নির্দেশ প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অনুনোমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থাগ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় এপ্রিল-২০২৪ মাসে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার, বাকলিয়া থানায় হত্যামামলার আসামি দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধার, হ্যাকিং করে চাঁদা দাবির আসামিকে গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, জালনোটসহ আসামি গ্রেফতার, চোরাই স্বর্ণ, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, অপহৃত ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেফতার, মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারীকে বাচ্চাসহ হাসপাতালে প্রেরণ, চোরাই সিএনজি, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই অর্থ ও মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, চুরি মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার, চোরাই মালামাল ও মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতার , অপহরণ পরবর্তী ধর্ষণ করে শিশু সন্তানকে হত্যা মামলার আসামীক গ্রেফতার, ক্লুলেস চুরি মামলার রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাইকৃত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, ডাকাত দলের সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার, মালখানার দায়িত্ব পালন সুন্দরভাবে সম্পন্ন করায়, মাসিক অপরাধ ও ত্রৈমাসিক অপরাধ সভাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ২০ নিয়মিতভাবে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরিসংখ্যান প্রস্তুতসহ দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পালন ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সকল স্তরের ৩৩ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এপ্রিল ২০২৪ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত ডিআইজি জনাব মো: মোখলেছুর রহমান, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এবং শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মঈনুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) সিএমপি, চট্টগ্রাম।
শ্রেষ্ঠ থানা- চান্দগাঁও (জনাব জাহিদুল কবির, অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম); শ্রেষ্ঠ এসআই-১ম এসআই (নি.) মো. মেহেদি হাসান, কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-২য় এসআই (নি.) মো. আব্দুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই (নি.) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-২য় এএসআই (নি.) সাইফুল আলম, কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই এসআই (নি.) মো. আব্দুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (১ম) এএসআই (নি.) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (২য়)এএসআই (নি.) সাইফুল আলম, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নি.) জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, পাহাড়তলী ফাঁড়ি, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নি.) নুরুল ইসলাম, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার এসআই (নি.) এইচ এম ওয়াহিদুল্লাহ, আকবরশাহ্ খানা, সিএমপি, চট্টগ্রাম নির্বাচিত হন।