বিডি ৫০৪ এর উদ্যোগে  ক্যারিয়ার গাইডেন্স সচেতনতা সেশন অনুষ্ঠিত 

আমাদের দিগন্ত প্রতিবেদক

আগামী প্রজন্মকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সাগরিকা বিডি ০৫০৪ এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় প্রকল্পের শিশুদের অংশগ্রহণে Career Guidance Awareness Session  অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  সকাল ১০ টায়  প্রকল্প ব্যবস্থাপক উইলসন কর্মকার এর সভাপতিত্বে এবং সমাজকর্মী তৃষ্ণা দে এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা আক্তার নির্বাহী প্রকৌশলী, বিটাক, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.সি.সি চেয়ারম্যান সুধীর কর্মকার, ও সদস্য আলো নন্দী প্রমুখ