
সুব্রত দাশ:
বাগীশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের বার্ষিক গীতা ও সনাতন ধর্ম পরীক্ষা এবং গীমাসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ রাজাপুরলেইন শ্রীশ্রী লোকনাথধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ক ও খ বিভাগ মিলিয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। গীমাস এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জয়া দত্তের সভাপতিত্বে ও শর্মিতা দাশ অয়ন্তার সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক ফোরাম এর সভাপতি শিবু প্রসাদ দত্ত।বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, অধ্যাপক কৃষ্ণা দাশ,ডাঃ মৌমিতা দাশ,শিল্পী চৌধুরী,অধ্যাপক শুক্লা দেবী,শিক্ষক শিবু দাশ, শিক্ষক রুমা দেবী,নৃত্য শিল্পী রিতা চৌধুরী।প্রধান অতিথি শিবু প্রসাদ দত্ত বলেন,গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে জীবনের সবকিছু বিরাজমান। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেক পরিবার থেকে নৈতিক শিক্ষা শুরু করতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে কেউ বিপথে যাবে না।আরো উপস্থিত ছিলেন গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের প্রশিক্ষক শর্মী দে, ডা: কণিকা চৌধুরী,চুমকি চৌধুরী, রিম্পা দে,প্রমি ভুঞা পূজাসহ অভিভাবকবৃন্দ।