দীঘিনালায় আছিয়ার ধর্ষ/কের ফাঁ/সির দাবিতে বিক্ষো/ভ

দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া

খাগড়াছড়ি দীঘিনালাতে আছিয়া ধর্ষকেদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে দীঘিনালার সর্বস্তরের ছাত্র জনতা। রোজ রবিবার বিকাল ৩ টায়  দিঘীনালা ছাত্র সমাজের  আয়োজনে  দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি উপজেলা পরিষদ,  থানা বাজার ,  দীঘিনালা থানা  হয়ে দীঘিনালা সরকারি কলেজের সামনে হলুদ চত্বরে এসে শেষ হয় ।

এতে উপস্থিত ছিলেন দীঘিনালা ছাত্র প্রতিনিধি মারুফ খান, রবিন, মারুফ হোসেন, তন্ময়, তাইজুল ইসলাম, ইয়াকুব, ইসমাইল, ফাহিম,সহ দীঘিনালার সর্বস্ত ছাত্র জনতা।

মিছিলে তারা ‘হত্যাকারীদের, বিচার করো, করতে হবে’, ‘খুন ধর্ষণ, নিপীড়ন, রুখে দাও বাংলাদেশ’, ‘খুন-ধর্ষণ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’, ’ ইত্যাদি স্লোগান দেন

দেশের আলোচিত মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দীঘিনালা ছাত্র সমাজ।

আছিয়ার মত আর কোন শিশুর যেন বাংলাদেশে নির্যাতিত না হয় দ্রুত সরকারকে ধর্ষণকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।