দীঘিনালা থানা পুলিশের অভি*যানে বন্ধ হয়েছে বাল্য বিবাহ

 

দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া

খাগড়াছড়ির দীঘিনালায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কবাখালী শীবিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি চলছিল। নির্ধারিত দিনে বরপক্ষ উপস্থিত হলে আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে বরপক্ষের লোকজন পালিয়ে যায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “বাল্যবিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে এবং ছাত্রীর বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেয়, যাতে উল্লেখ আছে যে মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।”

পরে পুলিশ পরিবারের সদস্যদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করে এবং মেয়েটিকে পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে।