দীঘিনালায় চু*রি নয়, যেন দুঃস্ব*প্নের ভ*য়ংকর রাত!

দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি) 

ঘুমিয়ে ছিলেন সবাই, কিন্তু জেগে ছিল চোর! খাগড়াছড়ির দীঘিনালায় মাঝরাতে ঘটে গেছে রীতিমতো সিনেমার দৃশ্য—চেতনানাশক স্প্রে করে এক পরিবারের ৭ সদস্যকে অচেতন করে ঘরের সব স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুর্ধর্ষ চোরেরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায়। সকাল ১০টা পর্যন্ত কেউ টেরই পায়নি—ঘরে মানুষ আছে, কিন্তু সবাই যেন মরার ঘুমে!

ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, “চোরেরা বেড়ার ফাঁক দিয়ে স্প্রে করে। সবাই একে একে অচেতন হয়ে পড়ে। তারপর পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে যা পেয়েছে সব নিয়ে গেছে।”

প্রতিবেশীরা সকাল পর্যন্ত কোনো শব্দ না পেয়ে বাড়িতে ঢুকে দেখে, এক ভয়ানক দৃশ্য—সবাই অচেতন! দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা জানান, “শিশুসহ সাতজন এসেছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি চেতনানাশক জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে।”

৭নং ওয়ার্ড মেম্বার দীল মোহাম্মদ বলেন, “এটা নিঃসন্দেহে পরিকল্পিত ঘটনা। এমন ভয়ংকর কায়দায় চুরি এই এলাকায় আগে দেখা যায়নি।”

তবে অবাক করা বিষয় হলো—এত বড় কাণ্ড হলেও এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি পরিবার। দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”