সাতকানিয়ার পি*শাচ বাবা: নিজ মেয়েকেই ধ*র্ষণ করল!”

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় এক পিতার পৈশাচিকতার কাহিনী শুনে রক্ত হিম হয়ে আসে। যে হাতটি সন্তানের মাথায় স্নেহের ছোঁয়া দেওয়ার কথা ছিল, সেই হাতই হয়ে উঠল নিষ্ঠুরতার হাতিয়ার।  মাত্র ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির পড়ুয়া নিজ সন্তানকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ছদাহা ইউনিয়নের মনোহর চৌধুরী পাড়ার। 

মা নাহিদা আক্তারের বর্ণনা অনুযায়ী, গত ১০ ও ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে মোহাম্মদ আলী তাদের শয়নকক্ষে ঢুকে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর তাকে ঘটনা প্রকাশ না করতে হত্যার হুমকি দেন। 

 নির্যাতনের পর মেয়েটির শরীরে শুরু হয় অসহ্য যন্ত্রণা। পেট ব্যথা আর বমিতে কষ্ট পেয়ে গত ২২ এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান— সে গর্ভবতী! বাবার অনুরোধে চিকিৎসকরা গোপনে গর্ভপাত করান। কিন্তু মা নাহিদা আক্তার যখন জানতে পারেন, তার মেয়ের গর্ভের সন্তানই তারই বাবার, তখন পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায় তার চোখে।  

মায়ের কান্নাজড়িত জবানবন্দিতে বলেন,”আমার মেয়ে আমাকে বলল, ‘আম্মু, বাবা আমাকে জোর করে…'” —এই কথাগুলো বলতে গিয়ে নাহিদার কণ্ঠ ভেঙে যায়। তিনি আর্তনাদ করে বলেন, এই পিশাচ আমার স্বামী নয়, শয়তান! ওকে ফাঁসি চাই, ওর রক্তে আমার মেয়ের লজ্জা ধুয়ে ফেলতে চাই।