গর্ব হারাল চট্টগ্রাম, অভিভাবক হারাল সমাজ, নিভে গেল গাফ্ফার চৌধুরীর দীপ্তি

অভি পাল:-একটি অমূল্য দীপ্তি হারিয়ে গেল, নিভে গেল মানবতার এক প্রজ্জ্বলিত প্রদীপ। চট্টগ্রাম হারাল তার গর্ব, সমাজ হারাল এক অভিভাবক, আর রাজনীতি হারাল এক আদর্শবান নেতা। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতির উজ্জ্বল নাম— লায়ন মোঃ আব্দুল গাফ্ফার চৌধুরী আর নেই।

গত ৪ মে ২০২৫, রবিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহৎপ্রাণ মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুতে গোটা চট্টগ্রামে নেমে এসেছে গভীর শোক।

তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ছিলো সততা, সহমর্মিতা ও জনসেবার এক উজ্জ্বল নিদর্শন। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর কর্ম, আদর্শ ও ভালোবাসার স্মৃতি চট্টগ্রামের আকাশে-বাতাসে, অসংখ্য হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল।

আলোর পথের যাত্রী ছিলেন তিনি। আজ তিনি নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া আলোকছায়া হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্ত প্রেরণা।

সেদিন রাতেই নগরীর প্যারেড মাঠে বাদ এশা অনুষ্ঠিত হয় তাঁর জানাজা নামাজ, যেখানে হাজারো মানুষ চোখের জল আর ভালোবাসা নিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরদিন ৫ মে, সোমবার মধ্যাহ্নে তাঁকে নিজ গ্রাম সাতকানিয়ার মীর্জাখীলস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লায়ন মোঃ আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ীই নয়, ছিলেন মানবতার এক অনন্য সৈনিক। যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক জোনাল প্রধান হিসেবে কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার প্রতীক ছিলেন তিনি।

তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি। রাজনীতিতে তাঁর পরিচ্ছন্নতা, সহানুভূতি ও আদর্শিক অবস্থান আজও অনেকের অনুপ্রেরণা।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, ধর্মপ্রাণ ও উদারহৃদয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরীব শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা খরচ— এসব তাঁর নিত্যদিনের কাজ ছিল। এজন্যই বলা যায়, “অসহায়রা হারালো তাদের মানবিক মানুষ।”

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বড় ছেলে ব্যারিস্টার মোঃ ওসমান চৌধুরী বর্তমানে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন; দ্বিতীয় ছেলে ওমর ফারুক চট্টগ্রাম জেলা আদালতের আইনজীবী।

তাঁর রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। সমাজে এমন মহৎপ্রাণ মানুষের শূন্যতা সহজে পূরণ হবার নয়।