“ফ্রি ডাটা নিয়ে মোবাইল গ্রাহকদের জন্য সুসংবাদ!”

ঢাকা, ১৭ জুলাই: দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে মোবাইল গ্রাহকদের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক অনন্য উপহার ঘোষণা করেছে।  ১৮ জুলাই থেকে দেশের প্রধান মোবাইল অপারেটরগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক মিলিতভাবে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি প্রদান করছে।

এই বিশেষ অফার পেতে গ্রাহকরা তাদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে পারবেন। গ্রামীণফোন ব্যবহারকারীরা ১২১১৮০৭# নম্বরে, রবি গ্রাহকরা ৪১৮০৭# নম্বরে, বাংলালিংক গ্রাহকরা ১২১১৮০৭# নম্বরে এবং টেলিটক গ্রাহকরা ১১১১৮০৭# নম্বরে ডায়াল করলে ফ্রি ডাটা সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক কর্মকর্তার বক্তব্য, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের দেশের গণতন্ত্র ও জনস্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই উপলক্ষে আমরা ডিজিটাল যুগে জনগণের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ফ্রি ডাটা সুবিধা দিতে পেরে আনন্দিত।”

গ্রাহকরা এই ১ জিবি ডাটা আগামী ৫ দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন। ১৮ জুলাই থেকে কার্যকর হওয়া এই অফার সীমিত সময়ের জন্য, তাই সকলে দ্রুত সুবিধাটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।