গীতার আলোয় আলোকিত বোয়ালখালী—উদ্বোধন ‘গৌর গৌবিন্দ’ শিক্ষা নিকেতনের

রিমন মালাকার :বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) – বোয়ালখালী উপজেলা শাখার সহযোগিতায় ও অনুপ্রেরণায় ১৯ জুলাই ২০২৫, শনিবার, শ্রীপুর খরণদ্বীপে অনুষ্ঠিত হলো “শ্রীশ্রী গৌর গৌবিন্দ সার্বজনীন গীতা শিক্ষা নিকেতনের” শুভ উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল শুক্ল দাশ। তিনি বলেন, “কোনও ব্যক্তিই জন্ম থেকে মহান নয়, বরং নিজের কর্ম থেকেই মহান হয়। কাম, ক্রোধ ও লোভ আত্মার পতনের পথ—এই তিনটি ত্যাগ করাই সর্বোত্তম। কর্ম করতে হবে নিজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য।” বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গে তিনি বলেন, “অর্জুন বিশ্বাস করেছিল, কিন্তু দূর্যোধন তা ভেল্কি বলে ভেবেছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের সভাপতি চিত্ত রঞ্জন দাশ এবং সঞ্চালনায় ছিলেন সারোয়াতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি আইচ। সমবেত গীতা পাঠে অংশগ্রহণ করেন মৃত্তিকা দাশ, রিমন দাশ, জুঁই দাশ, জেসি দাশ, শাপলা দাশ ও অংকিতা দাশ। উদ্বোধন ঘোষণা করেন বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন উপজেলা সভাপতি পোপন দাশ। বিশেষ বক্তা ছিলেন সহ-অর্থ সম্পাদক শিক্ষক শিমুল আচার্য গোবিন্দ এবং মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা মণ্ডলীর সদস্য ও প্রধান শিক্ষক শিমলা সেন গুপ্তা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক রূপন দাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার যুগ্ম সম্পাদক নিখিল চৌধুরী, দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য ঝন্টু দাশ সৌরভ, রাখাল দাশ, বিপ্লব দাশ, পোপাদিয়া ইউনিয়নের সহ-সভাপতি অসীম ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল শীল, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিপন সরকার, শাকপুরা ইউনিয়নের সভাপতি অধীর দাশ ও সাধারণ সম্পাদক ঝুলন দাশ, আমুচিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শিক্ষক দীপক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন গীতা শিক্ষালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ—জিসু দাশ, সুজিত দাশ, লক্ষীপদ দাশ, বিটু দাশ, মিঠন দাশ, নিপুল দাশ, শিমুল দাশ, স্বপন দাশ, শুকলাল দাশ, সজল দাশ, কাজল দাশ, বাবু গোবিন্দ দাশ, বাবু দোলন দাশ, বাবু হিরণ দাশ, বাবু অপরূপ দাশসহ সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে গীতা তুলে দেওয়া হয়।