দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

দীঘিনালা প্রতিনিধি: দূর্জয় বড়ুয়া

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম কৃপাপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে।

রোজ সোমবার ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা সেনা জোনের উদ্যোগে কবাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সারাদিনব্যাপী এই ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধপত্র পেয়েছেন।

দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম নিজে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণের পাশাপাশি অন্যান্য সেবা কার্যক্রম মনোযোগ সহকারে তদারকি করেছেন।

ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “দীঘিনালা জোনের দুর্গমতম অঞ্চলগুলোর একটি হলো কৃপাপুর এলাকা। এখানকার মানুষের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা অনেকটাই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও চলবে।”

মেডিকেল ক্যাম্পে উপস্থিত স্থানীয় বাসিন্দা নন্দন চাকমা (৫৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাটু-বুকের ব্যথায় কষ্টে ভুগছিলাম। আজ সেনাবাহিনীর ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ পেয়েছি। আশা করি এতে আমার অনেক উপকার হবে। সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

এই ক্যাম্পের মাধ্যমে সেনাবাহিনী দুর্গম এলাকায় মানুষের কাছে আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ প্রদর্শন করেছে।