দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া — শিক্ষার্থী থেকে বৃদ্ধা, সবাই পেলেন সহায়তা

দুর্জয় বড়ুয়া: ‘এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীর চিকিৎসা ও দুঃস্থদের বসতঘর নির্মাণের জন্য জোনে আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দীঘিনালা জোনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।’ — বললেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।

মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা জোনের ৪ বেঙ্গল সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে বই, বসতঘর নির্মাণে টিন, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে পানির ট্যাংকি, মাদ্রাসায় ফ্যান এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানগুলো বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।

সহায়তা প্রাপ্তদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতা ও আনন্দের ঝিলিক। দুর্গম এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম জানান, ‘অর্থের অভাবে বসতঘর তৈরি করতে পারছিলাম না, ভাঙা ঘরে বাস করছিলাম। দীঘিনালা জোনে আবেদন করার পর আর্মিরা আমাকে টিন দিয়েছে। এজন্য দীঘিনালা জোনকে অনেক ধন্যবাদ।’

বোয়ালখালী ইউনিয়নের শিক্ষার্থী জুই আক্তার ও তৃপ্তি ত্রিপুরা বলেন, ‘অর্থাভাবে বিদ্যালয়ে ভর্তি ও বই কিনতে পারছিলাম না। দীঘিনালা জোন কমান্ডার আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন। এতে আমরা খুব আনন্দিত ও কৃতজ্ঞ।’

একই ইউনিয়নের বৃদ্ধা সখিনা বেগম জানান, ‘অনেক দিন ধরে চোখে ঝাপসা দেখছি, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। দীঘিনালা জোনের আর্মিরা আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছে। তারা সত্যিই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’

মেরুং ইউনিয়নের ফাতেমা বেগম বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য জোনের আর্মিরা আর্থিক সাহায্য করেছে। দীঘিনালা জোনের আর্মিরা সব সময় অসহায়দের সাহায্যে এগিয়ে আসে।’

সেনাবাহিনীর এমন সহযোগিতা স্থানীয়দের জীবনে এনে দিয়েছে স্বস্তি ও আশা। দীঘিনালা জোনের মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছে দিন দিন।