
বাবলু দাশ(প্রতিনিধি)
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৬নং বৈলতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় কৃষক আবদুল গফুরের খামারে অগ্নিকান্ডের ঘটনায় ১১টি গরু জ্যান্ত পুড়ে গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুল গফুর বলেন,পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা আগুন লাগিয়েছে বলে সন্দেহ হচ্ছে। ধারদেনা করে এসব গরু কিনেছিলাম। কিন্তু ১০ মিনিটের আগুনেই তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেলো।প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে আমার।
তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।
ঘটনার বিষয়ের জানতে চাইলে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে ১১টি গরু মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।