ডোনাল্ড ট্রাম্প আমার প্রিয় বন্ধু -মোদী

আমাদের দিগন্ত প্রতিবেদক

মাত্র এক সপ্তাহ হল যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। শপথের পরই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত করতে দুই প্রেসিডেন্টের কথা হয়েছে। ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দনও জানান মোদী।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদী এক্সে লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”