
দীঘিনালা প্রতিনিধিঃ- দূর্জয় বড়ুয়া
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অডিটোরিয়াম হল রুমে সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, গোয়েন্দা সংস্থা প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা করছে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদের সভাপতিত্বে অডিটোরিয়াম হল রুমে মতবিনিময় শুরু হয়। মতবিনিময় সভা’টি দীর্ঘ ৩ ঘন্টা চলমান থাকে। মতবিনিময় সভায় উপজেলার বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা নানাবিধ জটিলতা ও সমস্যা উত্থাপন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক -ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার তিনি বলেন, দীঘিনালায় বিদ্যালয়ের আশেপাশে কোনো তামাক চাষ ও চুলা স্হাপন করা যাবে না । পাহাড় কাটা থেকে বিরত থাকতে হবে। অনুমতি ব্যতিত কোন প্রকার স্কেভেটর ও বেকু চালাচল করতে পারবে না। লারমা স্কোয়ারে নিরাপত্তা ও পর্যটকদের বিবেচনা করে একটি পুলিশ বক্সের চাহিদা রয়েছে সেগুলো আমরা পূরন করতে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-সচিব নাজমুন আরা সুলতানা,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ-উল-শাকিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া, দীঘিনালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ তরুন কান্তি চাকমা, ৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা প্রতিনিধি, বিএনপি সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, সেচ্ছাসেবী প্রতিনিধি, স্কুল ও কলেজ শিক্ষক নানা স্থরের প্রতিনিধি ছিলেন।