
অভি পাল:চট্টগ্রাম নগরীর ব্যাটারিচালিত রিকশা যেন দিনকে দিন হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন এক জন্তু! কোনো রেজিস্ট্রেশন নেই, চালকদের নেই প্রশিক্ষণ, আর গতি—টেম্পোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো! ফলাফল—সড়কে নৈরাজ্য, দুর্ঘটনা আর জনদুর্ভোগ।
এই পরিস্থিতিতে অবশেষে হুঁশ ফিরেছে ট্রাফিক বিভাগের। চালু হয়েছে জোরালো অভিযান। মাত্র ২০ দিনের ব্যবধানে আটক হয়েছে ২৬৮৮টি ব্যাটারি রিকশা! এমন সংখ্যায় ধরপাকড়ের নজির আগে কখনো দেখা যায়নি।
নগরীর চারটি ট্রাফিক বিভাগেই চালানো হয়েছে তল্লাশি অভিযান। উত্তর বিভাগে আটক ৮৮৯টি, দক্ষিণে ৭৩৩টি, পশ্চিমে ৯১৬টি, আর বন্দর বিভাগে ১৫০টি ব্যাটারিচালিত রিকশা।
কেন এই ধরপাকড়? ব্যাটারি রিকশাগুলো শহরের ট্রাফিক ব্যবস্থাকে একেবারে এলোমেলো করে দিচ্ছে। অধিকাংশ চালকের বয়স কম, ব্রেকিং সিস্টেম দুর্বল, নিয়ন্ত্রণহীনভাবে চলছে মূল সড়কে। পাশাপাশি, অনেক রিকশা চার্জ দেওয়া হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগে, যার ফলে লোডশেডিংয়ের সমস্যাও বাড়ছে।
সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনায় একটি শিশু খালে পড়ে মৃত্যুবরণ করে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্যাটারিচালিত রিকশার হুটহাট চলাচলই এই দুঃখজনক ঘটনার অন্যতম কারণ। ঘটনাটি নাড়া দিয়েছে পুরো শহরবাসীকে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রও এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রাফিক বিভাগের চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
অভিযান এখানেই থেমে নেই। ট্রাফিক বিভাগ জানিয়েছে, সামনে আরও কঠোর পদক্ষেপ আসছে। এবার শুধু জব্দ নয়, মোটা অঙ্কের জরিমানাও অপেক্ষায় রয়েছে অবৈধ রিকশাচালকদের জন্য।
নগরবাসীর প্রশ্ন—এই অভিযান কি স্থায়ী পরিবর্তনের সূচনা? নাকি কিছুদিনের ‘শোডাউন’ শেষেই আবার আগের মতো অচলাবস্থা ফিরবে?
এদিকে চালকরা বলছেন, বৈধ করার কোনো সুযোগ না থাকায় তারা বাধ্য হয়েই রাস্তায় নামছেন। অনেকে দিনে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিয়েও চালিয়ে যাচ্ছেন রিকশা। ফলে এই অভিযান শুধু জব্দ নয়, বৈধতার পথ তৈরি করাও জরুরি হয়ে পড়েছে।
নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, শুধু রিকশা ধরলেই হবে না—পরিকল্পিত নীতিমালা, লাইসেন্স ব্যবস্থা এবং শহরের যানবাহন কাঠামোয় বড় রকমের সংস্কার দরকার।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে শহরের প্রতিটি ওয়ার্ডে অভিযান চালানো হবে। চট্টগ্রাম নগরীকে শৃঙ্খলার রাস্তায় ফেরাতে যা যা করা দরকার, তা-ই করা হবে।
এখন দেখার বিষয়, এই হঠাৎ কড়াকড়ি কি দীর্ঘমেয়াদি শৃঙ্খলার সূচনা, নাকি সাময়িক এক দেখনদারি দৃশ্যপট?