শ্রীপুরে গীতার বজ্রনিনাদ—‘রাধা-মাধব প্রশিক্ষালয়’ গড়বে নৈতিকতার সৈনিক!

রিমন মালাকার:

গীতার বাণী শুধু ধর্ম নয়, মানবতারও আলো। এই বার্তাকে সামনে রেখে আজ বোয়ালখালীতে এক অনন্য অনুষ্ঠানিকতায় শুভ উদ্বোধন হলো ‘রাধা-মাধব গীতা প্রশিক্ষালয়’, একইসাথে গঠিত হলো শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী সভাপতি পোপন দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুপন দাশ। গীতাপাঠের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বোয়ালখালীর প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতানুরাগী, বোয়ালখালী উপজেলার উপদেষ্টা ও গবেষক সিমলা সেন গুপ্ত, দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী,
শাকপুরা ইউনিয়ন সভাপতি অধীর দাশ, সারোয়াতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক জনি আইচ, পোপাদিয়া ইউনিয়ন সভাপতি শুভ দাশ, আমুচিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শিক্ষক দীপক চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অসীম দাশ, মৃদুল শীল, শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন সভাপতি দিলীপ দাশসহ আরও অনেকে।

প্রধান অতিথি বলেন “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যে গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করে, সে মানুষে মানুষে ভেদাভেদ করে না। সমাজে অশান্তি, অনৈতিকতা ও অপকর্ম থেকে সে নিজেকে বিরত রাখে। গীতা মানবিক মূল্যবোধ জাগায়, লুকায়িত সুকুমার বৃত্তিকে প্রস্ফুটিত করে।”

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বোয়ালখালীতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক উন্নয়নের একটি নতুন দিগন্তের সূচনা হলো।