“সামাজিক ঐক্য আমাদের বড় শক্তি”-এডি হুমায়ুন করিম

দুর্জয়  বড়ুয়া :

“সীমান্তের শান্তি ধরে রাখতে হলে ঘরে ঘরে জাগাতে হবে সচেতনতার আলো”—বিজিবি কর্মকর্তার দৃঢ় বার্তা দীঘিনালায়
বাবুছড়ায় জনসচেতনতামূলক সভায় মাদক-চোরাচালান প্রতিরোধে একসাথে কাজ করার আহ্বান

“সীমান্ত এলাকা শুধু সেনা-পুলিশের নয়, এটি আমাদের সবার। বিজিবি একা পারে না, এই লড়াইতে দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ। অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান—এইসব অপরাধ বন্ধ করতে হলে আগে নিজেই সজাগ হতে হবে, প্রতিবাদ করতে হবে, সচেতন হতে হবে। তাহলেই গড়ে উঠবে এক শান্তিপূর্ণ দীঘিনালা।”
— এই বলিষ্ঠ কথাগুলো বলেন ৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. হুমায়ুন করিম, বৃহস্পতিবার (৮ মে) সকালে বাবুছড়ায় আয়োজিত এক জনসচেতনতামূলক সভায়।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

এডি হুমায়ুন করিম আরও বলেন,
“সামাজিক ঐক্য আমাদের বড় শক্তি। নিজ এলাকাকে অপরাধমুক্ত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সচেতনতা মানেই এলাকার নিরাপত্তা।”

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।