রেডক্রিসেন্ট কোনো সংগঠনের নাম নয়, এটি মানবতার প্রতীক

দুর্জয় বড়ুয়া: যেখানে মানবতা, সেখানেই যুব রেডক্রিসেন্ট।যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে দীঘিনালার যেসব তরুণরা প্রথমে ছুটে যায় মানুষের পাশে—তারা হলো যুব রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা। আগুন নিভাতে, রক্ত জোগাড় করতে, লিফলেট হাতে সচেতনতা ছড়াতে কিংবা মানুষের মুখে একফোঁটা হাসি ফোটাতে—এই তরুণদের ভূমিকা নীরবে বিশাল। শুধু রক্ত নয়, এরা দেয় সময়, শ্রম ও সাহস।

এই তরুণদের মানবিক চেতনার উদ্‌যাপনেই ৮ মে বৃহস্পতিবার দীঘিনালায় অনুষ্ঠিত হলো বিশ্ব  যুব রেডক্রিসেন্ট দিবস ২০২৫।

“On the Side of Humanity – মানবতার পাশে, একসাথে”—এই প্রতিপাদ্য সামনে রেখে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আয়োজন। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ মিলিত হন এই মানবতার উৎসবে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি দীঘিনালা বাজার প্রদক্ষিণ করে, পথচারীদের মাঝে অগ্নিকাণ্ড-সচেতনতামূলক লিফলেট বিতরণ করে, শেষে যুব রেডক্রিসেন্ট কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই আলাউদ্দিন, ফায়ার সার্ভিস প্রতিনিধি রুবেল, প্রধান শিক্ষক এ.কে.এম. বদিউজ্জামান জীবন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা, প্রেসক্লাব প্রতিনিধি সোহানুর রহমান এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য সুমন চন্দ্রনাথ প্রবীর।

বক্তারা রেডক্রিসেন্টের আন্তর্জাতিক অবদান, বিশেষ করে যুদ্ধ, দুর্যোগ, আগুন ও রক্তদানের মতো সংকটে তাদের মানবিক ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন,
“রেডক্রিসেন্ট কোনো সংগঠনের নাম নয়, এটি মানবতার প্রতীক। দীঘিনালার স্বেচ্ছাসেবকেরা যেভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই গর্বের।”

সভায় সভাপতিত্ব করেন দলনেতা মো. জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন আমি নিজেই—সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত।

সবশেষে কেক কেটে রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণ করা হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

যুব রেডক্রিসেন্ট দীঘিনালা ইউনিট জানিয়ে দিল—মানবতা এখনো বেঁচে আছে, আর সেই মানবতার নামই রেডক্রিসেন্ট।