আমাদের দিগন্ত প্রতিবেদক
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম গুজরায় অবস্থিত কাঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ ইয়ামেন রেজা পরিবেশ সংরক্ষণে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল হুদার হাতে পাঁচটি ছায়াযুক্ত চারা গাছ উপহার হিসেবে হস্তান্তর করে।
মোহাম্মদ ইয়ামেন রেজা (রোল নম্বর: ০৩, শাখা: ক) রেজাউল করিম ও রুজি আক্তারের সন্তান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ছোট্ট অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক ইয়ামেনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “ছাত্রদের মধ্যে এমন সচেতনতা সমাজে বড় পরিবর্তনের বার্তা দেয়।”
উল্লেখযোগ্য যে, উপহার দেওয়া গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে এবং ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ইয়ামেনের পিতা সৈনিক রেজাউল করিম বলেন, “আমার সন্তান ছোট থেকেই গাছপালা ভালোবাসে। ভবিষ্যতে যেন সে দেশ, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সেবা ও সহযোগিতায় নিবেদিত থাকতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি