দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি) :-আমি বিশ্বাস করি, উন্নয়ন কখনো এককভাবে সম্ভব নয়। উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তাতে জনগণের অংশগ্রহণ থাকে, সাংবাদিকদের সহযোগিতা থাকে। আপনাদের দেওয়া তথ্য, পরামর্শ আর সমালোচনাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।দীঘিনালাকে একটি শান্তিপূর্ণ, পরিকল্পিত ও আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছি। এই স্বপ্ন একা বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনাদের মতো স্থানীয় সাংবাদিকদের সহযাত্রা ছাড়া এই পথচলা অসম্পূর্ণ থেকে যাবে।
এভাবেই দীঘিনালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন রোববার (১৮ মে) সকালে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় শুরুতেই দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ।
সাংবাদিকেরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ইউএনও বলেন, “আমি সবার সঙ্গে সমন্বয় রেখে এগোতে চাই। প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে।”
সভা শেষে এক অনাড়ম্বর পরিবেশে ইউএনও অমিত কুমার সাহা সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন এবং দীঘিনালার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।