
আামদের দিগন্ত প্রতিবেদক: সকালের শান্ত পরিবেশে এক হাতে গাছের চারা, আর অন্য হাতে দায়িত্বের বার্তা—এই ভিন্ন আমেজে শুরু হয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক কর্মসূচি। দক্ষিণ রাউজানের গশ্চি নয়াহাটে অবস্থিত সংগঠনের কার্যালয়ে শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয় শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সংলাপ ও মিলনমেলা।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে। এর পরপরই পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। তিনি নিজ হাতে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
পাশাপাশি তাঁকে সম্মাননা স্মারকও তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক।
একুশে ফেব্রুয়ারির মতো দৃঢ়তা আর মিলাদ-কিয়ামের মতো আধ্যাত্মিক আবহে আয়োজিত এই সংলাপে একে একে অংশ নেন বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিরা। কেন্দ্রীয় নেতারা প্রত্যেক শাখার রিপোর্ট শুনেন, অগ্রগতির খোঁজখবর নেন এবং দেন ভবিষ্যৎ দিকনির্দেশনা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, দিদারুল আলম, অধ্যাপক আবু তাহের, মোহাম্মদ ইউছুপ আলী, জয়নাল আবেদীন জুলু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বারসহ আরও অনেকে।
সমন্বয়কারীদের মধ্যে ছিলেন নাজিম উদ্দিন, কাজী আসলাম উদ্দিন, সাদিকুজ্জামান সফি, টিটন বৈদ্যসহ শাখা নেতৃবৃন্দ।
সবশেষে মাওলানা জামাল উদ্দিন আশরাফীর পরিচালনায় অনুষ্ঠিত হয় মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত। কর্মসূচি শেষে অনেকেই বলছিলেন—এটা ছিল কেবল একটি বৈঠক নয়, বরং একটি আত্মিক সংলাপ, যেখানে দায়িত্ববোধ, পরিবেশ ও আধ্যাত্মিকতাকে একসুতোয় গেঁথে দেওয়া হয়েছে।