জুতা কে’ড়ে নিল ছোট্ট সায়েমের জীবন-দীঘিনালায় হৃ’দয়বিদারক মৃ’ত্যু

দুর্জয় বড়ুয়া: খাগড়াছড়ির দীঘিনালায় ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোহাম্মদ সায়েম (৯) নামের এক স্কুলছাত্র। সে দীঘিনালা আল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কবাখালি দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা মোঃ খুরশেদ আলম ও কুলসুম বিবির একমাত্র পুত্র।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সায়েম সেদিনও স্কুল শেষে মাইনি নদীর পাড় ধরে হাঁটছিল। হঠাৎ তার জুতা পানিতে পড়ে গেলে, সেটি তুলতে গিয়ে সে নদীতে পড়ে তলিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকাবাসী ও দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। দীঘিনালা ফায়ার স্টেশনের লিডার পংকজ কুমার জানান, “বিকেলেই মাইনি ব্রিজের নিচে শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করি। তবে, তাকে আর জীবিত পাওয়া যায়নি।”

৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান) জানান, “নিখোঁজের সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। কিছুক্ষণের মধ্যেই সায়েমের নিথর দেহ উদ্ধার করা হয়। এমন করুণ মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। আমি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

একটি জুতা তুলতে গিয়ে অকালে জীবন দিতে হলো এক নিষ্পাপ শিশুকে। ছোট্ট সায়েমের এই মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।