পটিয়ায় এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে বিএনপির বি’ক্ষোভ

আশিক চৌধুরী : “সালাহউদ্দিন আহমদের মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমাণ করেছেন, তারা রাজনৈতিক শিষ্টাচার মানেন না। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এর উপযুক্ত জবাব রাজপথেই দেওয়া হবে।”
এমন কঠোর বক্তব্য তুলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের পটিয়ায় উত্তাল বিক্ষোভে ফেটে পড়েন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন পটিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক চৌধুরী পিপলু ও পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।

এছাড়া বিক্ষোভে অংশ নেন ওবায়দুল হক রিকু, পারভেজ, মিজানুর রহমান মায়া, আব্দুল কাদের, মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা দ্রুত সময়ের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এমন কুরুচিপূর্ণ মন্তব্য পুনরায় ঘটালে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।