
অভি পাল :“পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়।” — চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী এক বক্তব্যে এ কথা বলেন। তিনি জানান, শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছ টিকিয়ে রাখতে স্থানীয়ভাবে ‘গাছ অভিভাবক’ নিয়োগ এবং একটি স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন করা হচ্ছে, যারা নিয়মিত গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলেই আমরা একটি সবুজ ও সচেতন প্রজন্ম উপহার দিতে পারব।”
সোমবার (২২ জুলাই) চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও গাছ পরিচর্যা কর্মসূচি। “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” — এই প্রতিপাদ্যে খাগরিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস এম আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন, মনছপ আলী প্রমুখ। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক স্থাপনাসহ উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রায় ৫,০০০ চারা বিনামূল্যে বিতরণ করা হয়।