
আশিক:পটিয়া পৌরসভা শাখার উদ্যোগে আঞ্জুমানে আশেকানে শায়েরীয়া দরবার শরীফের আয়োজনে এক বর্ণাঢ্য জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আবদুস সোবহান রাহাত আলী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জুলুসটি সূচনা হয়। পরে তা পটিয়া মডেল মসজিদ অতিক্রম করে রাজমুকুট কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্তি ঘটে।
জুলুসে পটিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত আশেকান উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। শায়েরীয়া দরবার শরীফের আওলাদ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন খীজির মঃআঃ এর সভাপতিত্বে জুলুসে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে মুসলমানদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আহলে সুন্নাতের আদর্শে ফিরে আসা অত্যন্ত জরুরি। ইসলামের প্রকৃত আলো ছড়িয়ে দিতে হলে সমাজের প্রতিটি স্তরে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করতে হবে। তাঁরা বলেন, ইসলামের দাওয়াত, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণমূলক শিক্ষাই পারে মুসলিম উম্মাহকে বিভক্তি থেকে রক্ষা করতে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে, যাতে তারা নৈতিকতায়, আদর্শে ও আচরণে সত্যিকার মুসলমান হিসেবে গড়ে উঠতে পারে। অহিংসা, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে হবে প্রতিটি পরিবার ও সমাজে।
অনুষ্ঠানে বক্তারা মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।