
সুব্রত দাশ
চট্টগ্রামের সীতাকুণ্ড মহানগর শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রমে গীতা ক্লাস নেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘে কেন্দ্রিয় গীতা শিক্ষক পরিষদের সভাপতি রাজীব দেবনাথ। মহানগর গীতাবিদ্যাপীঠ স্কুলে উন্নয়ন মূলক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) ১নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত
সীতাকুণ্ড মহানগরের গীতা বিদ্যাপীঠ স্কুলের সাধারণ সম্পাদক রাজীব বরণ চৌধুরী, বেছু শীল, জয় শীল, শুভ শর্মা, আকাশ দাশ। গীতা স্কুলের ছাত্র-ছাত্রী ও গীতা স্কুল পরিচালনা কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ গণ সহ প্রমুখ।