ক্ষমতা দীর্ঘায়িত করতেই নির্বাচনে বিলম্ব করছে সরকার: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া। কিন্তু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর মাইজদীতে বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে। এতে বর্তমান সরকার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিষয়টি ভেবে দেখতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সকলের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজন। এজন্যই বিএনপি সরকারকে সমর্থন দিয়েছে।