সেনাবাহিনীর অ’ভি’যান: পালিয়ে যাওয়া তরুণী উ’দ্ধার

দুর্জয় বড়ুয়া :খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২৪ বছর বয়সী এক তরুণীকে, যিনি প্রেমের টানে স্বামীকে ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। উদ্ধারকৃত তরুণীকে পরে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, আশুলিয়ার গোরিপুর এলাকার ওই তরুণী দীঘিনালার নৌকাছড়া এলাকার চাকমা সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে পালিয়ে যান। বিষয়টি পরিবারের কাছে জানার পর তারা সেনাবাহিনীর সাহায্য চান।

সেনাবাহিনী সোমবার বিশেষ অভিযান চালিয়ে দুর্গম এলাকায় থাকা তরুণীকে উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তরুণীকে নিরাপদে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

পরিবারের অভিযোগ, মেয়েটির এই আচরণ তাদের জন্য শোকজনক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য হলেও, সেনাবাহিনীর দ্রুত ও সতর্ক অভিযান তরুণীকে নিরাপদ রাখায় প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করেন, এমন ঘটনা পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরে।