
দুর্জয় বড়ুয়া প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরস্থ সর্বজনীন শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব।
২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মহোৎসবের মূল পর্বে হরিনাম সংকীর্তন, গীতাপাঠ, ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণ
উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানামযজ্ঞের মাধ্যমে ভক্তরা শিবরাত্রি তিথিতে ভগবান শিব ও তারকব্রহ্মের কৃপা প্রার্থনা করবেন। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করছেন।
উৎসব সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।