
গত সোমবার ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় শ্রীমৎ স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রমে আলোর দিশারী শিশু ফোরামের আয়োজনে ছিল শিশু অধিকার ও শিশু সুরক্ষা সেশন।
সেশনটি পরিচালনা করেন এলাকার পন্ডিত প্রতিনিধি আকাশ শর্মা তিনি সেশনটি খুব সুন্দর ভাবে পরিচালনা করেন এবং শিশুদের কে ধর্ম সম্পর্কে জ্ঞান দেন।শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বর্তমান বাংলাদেশ অনেক বড় সমস্যা সৃষ্টি করছে। তাই আলোর দিশারী শিশু ফোরামের উক্ত সেশনের আয়োজন করে। সেশনটিতে ১০০ শিশু কে তাদের নিজেদের সুরক্ষা ও অধিকার নিয়ে বেশ কিছু ধারণা দেওয়া হয় এবং তারা এই সেশন পেয়ে অনেক উপকৃত হয়েছে বলে জানায়।
এই সেশনটি পরিচালনা করে আলোর দিশারী শিশু ফোরামের সভাপতি অর্পন দাশ নিত্য ও সাংগঠনিক সম্পাদক হৃদয় দাশ।তারা বলেন এই সেশনটির মাধ্যমে তারা শিশুদের কে সচেতন, শিশুর অধিকার সম্বন্ধে জানানো তাদের মূল লক্ষ্য তারা আরও বলেন এই সেশনটিতে সার্বিক সহায়তায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।