ভূমিকম্পের বি*ধ্বস্ত মিয়ানামার,ধ্বং*সস্তূপের নিচে হাজারো মানুষের কা*ন্না

আমাদের দিগন্ত ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের মান্দাল শহরসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকালে ৭.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে, যার উপকেন্দ্র ছিল মান্দাল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের অপেক্ষাকৃত কম গভীরতায় হওয়ায় এর প্রভাব ছিল ভয়াবহ।

মান্দাল শহরের বহু ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ফেটে গেছে, এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিধ্বস্ত ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ ও আতঙ্কিত জনসাধারণের ছবি দেখা যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের কম্পন শুধু মিয়ানমারে সীমাবদ্ধ ছিল না। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভারত ও চীনের দক্ষিণাঞ্চলেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ এমন কম্পনে বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে।

স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। মান্দালের হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে, এবং চিকিৎসকরা জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ভয়াবহ এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ভূমিকম্প এবং এর ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে।