চট্টগ্রাম: “মানবজন্ম দুর্লভ, তাই একে সার্থক করতে হলে নতুন প্রজন্মের জন্য শুভকর্ম রেখে যেতে হবে,”— এমন কথায় শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ।
ত্রিপুরারেশ্বরী গীতা শিক্ষালয়ের উপদেষ্টা আচার্য মমতাময়ী মাতা স্বর্গীয় নিভা রানী আচার্যের পরলোকগমন উপলক্ষে এক শোকসভা আয়োজন করা হয়। বাগীশিপ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবুর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীরা শোকসংগীত পরিবেশন করেন এবং গীতা পাঠের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন সমাজসেবক উত্তম দাশ, রিমন মল্লিক, শিক্ষক মৃণাল পারিয়ালসহ বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, “জীবন ফুরিয়ে যায়, কিন্তু সৎকর্মের স্মৃতি অমলিন থাকে। স্বর্গীয় নিভা রানী আচার্য ছিলেন পরোপকারী, সদালাপী ও গীতা শিক্ষার অন্যতম পথপ্রদর্শক। তাঁর নির্মল হৃদয় ও মানবসেবার আদর্শ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
শোকসভা শেষে গীতা শিক্ষালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা শোকর্যালি সহকারে প্রয়াতের সমাধিস্থলে যান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করা হয়।
ত্রিপুরারেশ্বরী গীতা শিক্ষালয়ের এই আয়োজন নিভা রানী আচার্যের কর্ম ও আদর্শকে আরও গভীরভাবে হৃদয়ে ধারণ করার এক অনন্য প্রয়াস হয়ে থাকবে।