আমাদের দিগন্ত ডেক্স
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল, রবিবার (২৯ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার (২৮ মার্চ) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ১ শাওয়ালই ঈদুল ফিতরের দিন হিসেবে নির্ধারিত হয়। তাই দেশটিতে রবিবার ঈদ উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপিত হয়। অনেক দেশ সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে ঈদ পালন করে থাকে।
এদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায়, তাহলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (৩০ মার্চ)।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিমরা ইতোমধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। মসজিদ, বাজার ও ঘরবাড়িতে ঈদের আমেজ বিরাজ করছে। ঈদুল ফিতর মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি, যা এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয়।