মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের পাশে বাংলাদেশ

আমাদের দিগন্ত প্রতিবেদক

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। আজ ৩০ মার্চ দুপুর ১২:৩০টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে ও আর্মি এভিয়েশনের একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের পূর্বে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত থেকে উদ্ধার ও মেডিকেল দলের প্রস্তুতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত ২৮ মার্চ ২০২৫, স্থানীয় সময় ১২:৫০টায়, মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৬০০ জনের বেশি নিহত এবং ৩০০০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়। বিধ্বংসী এই দুর্যোগের ফলে মায়ানমারের বহু এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে, অনেকেই গৃহহীন হয়ে পড়েছেন এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এই দুর্যোগে বাংলাদেশ সরকার মায়ানমারের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। জরুরি সহায়তা হিসেবে ঔষধ, তাবু, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের বিশেষজ্ঞ দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী বিশ্বাস করে, এই সহায়তা মায়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিস্থিতির অবনতি হলে মায়ানমার সরকারের অনুরোধের ভিত্তিতে উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠানোর পাশাপাশি আরও সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক সহায়তা কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ। জাতির প্রয়োজনে এবং বৈশ্বিক যে কোনো মানবিক বিপর্যয়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।