সুব্রত দাশ(প্রতিনিধি)
মানবতার সেবায় নিবেদিত ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায় মানুষের সঙ্গে। সংগঠনটি পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে, যা ঈদ উৎসবে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রবাসী ভাইদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এবং কিছু মানবিক হৃদয়ের অবদানে বাস্তবায়িত হয়েছে এই মহতী উদ্যোগ। উপহারসামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, যা সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উদযাপনে সহায়তা করবে।
সংগঠনের নেতারা বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাদের অকুণ্ঠ প্রশংসা করেছেন। ঈদের আগে এমন মানবিক কার্যক্রম অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।