দীঘিনালায় ঈদে ভ্রাম্যমান আদালতের অভি*যান, জরি*মানা আদায়

দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি)

ঈদ একটি পবিত্র উৎসব, যার মাধ্যমে সবাই আনন্দ এবং শান্তি লাভের চেষ্টা করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তাদের লাভের জন্য সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিতে পারে না। ঈদের সময় ব্যবসায়ীদের ন্যায্যতা নিশ্চিত করতে আমাদের দায়িত্ব আরও বৃদ্ধি পায়। বাজারের অস্বাভাবিক কার্যকলাপ, অতিরিক্ত ভাড়া আদায়, এবং মূল্য তালিকা না রাখার মতো অপরাধ মেনে নেয়া হবে না। আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি এবং এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি, যাতে ঈদে কেউ অনৈতিকভাবে ব্যবসা করতে না পারে এবং সবার জন্য সঠিক মূল্য ও পরিষেবা নিশ্চিত হয়।” – এসব কথা বলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, যিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে অভিযান পরিচালনা করেছেন।

রবিবার (৩০ মার্চ), দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার ও মেরুং বাজারে অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি, অতিরিক্ত ভাড়া আদায় এবং দোকানে মূল্য তালিকা না রাখার কারণে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এই অভিযানে খাগড়াছড়ি পরিবহণ নামের একটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, গরুর মাংসের দাম অতিরিক্ত নেয়ায় আরেকটি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না রাখার কারণে ৭টি দোকানকে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত যাত্রীদের থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া ফিরিয়ে দেয়।

অভিযানে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারি বিভাগ, এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।