বোয়ালখালীতে ভয়া*বহ ডা*কাতি, লক্ষাধিক টাকা ও ২৫ ভরি স্বর্ণ লু*ট

রিমন মালাকার (প্রতিনিধি)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঘটে গেলো চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সংঘটিত এ ঘটনায় দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়।

ভুক্তভোগী তানজিনা আক্তার তুহিন জানান, গভীর রাতে এক ডাকাত সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রধান ফটকের তালা ভেঙে ফেলে। এরপর ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে ৬-৭ জনের একটি ডাকাতদল ঘরে ঢোকে। তারা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার সন্তানদের জিম্মি করে হাত বেঁধে ফেলে এবং ওয়াশরুমে আটকে রাখে।

ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ ও ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল সেট লুট করে নেয়। ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। সকলের মুখে ছিল মাস্ক, একজনের মুখে ছিল মুখোশ।

তিনি আরও জানান, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি নিজে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। ডাকাত দল প্রায় দুই ঘণ্টা ধরে পুরো ঘর তছনছ করে।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা।