
রিমন মালাকার (প্রতিনিধি)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক প্রবাসীর ঘরে ঘটেছে রীতিমতো সিনেমার মতো দুঃসাহসিক ডাকাতি। ধারালো অস্ত্র ও মুখোশ পরিহিত ডাকাতদল শুধু টাকা-স্বর্ণ লুটেই ক্ষান্ত হয়নি, প্রবাসীর ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে দিয়েছে এমনভাবে, যে এখন তার মাথায় রক্ত জমাট বেঁধে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামে। প্রবাসী দিবাকর বলের বাড়িতে হানা দেয় ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। তারা প্রথমেই দিবাকরের স্ত্রী পলি বল ও ছেলে অর্পণ বলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
পলি বল বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে আমাদের চোখের সামনে সব ওলট-পালট করে দেয়। আমার ছেলেকে এমনভাবে পেটায় যে মাথায় গুরুতর আঘাত পায়। পরে জানতে পারি, মাথায় ১১টি সেলাই লেগেছে এবং অপারেশন করতে হয়েছে।”
ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে নিয়ে যায় নগদ ৩ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ৩টি মোবাইল ফোন। এসব টাকা মূলত কাপড়ের দোকানের মালামাল কিনতে ঢাকায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ব্যাংক থেকে উত্তোলন করেছিলেন পলি বল।
আহত অর্পণ বল (২৪) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মামা দেবাশীষ জানান, “প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাথায় ১১টি সেলাই দেওয়া হয়। পরে চমেকে সিটি স্ক্যানে রক্ত জমাটের প্রমাণ মেলে এবং জরুরি অপারেশন করা হয়।”
স্থানীয়দের মতে, ডাকাত দলের সদস্যরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল এবং সবার বয়স ২৫-২৭ বছরের মধ্যে। এদের সবার মুখে ছিল মাস্ক।
বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”