
দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল গতকাল দুপুর ৪ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিদের শুভেচ্ছা জানান। সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ খাগড়াছড়ি জেলার, সাংবাদিক ইউনিয়নের ও নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের মূল স্তম্ভ। তাদের সঠিক প্রতিবেদনের মাধ্যমে সমাজের উন্নতি সম্ভব। আমরা খাগড়াছড়ির উন্নয়নে তাদের সহযোগিতা আশা করি।”
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করা সম্ভব নয়। আমরা একসাথে কাজ করলে খাগড়াছড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
সভায় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা অতিথিদের কাছে তাদের প্রশ্ন তুলে ধরেন। অতিথিরা সেসব প্রশ্নের খোলামেলা উত্তর দেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সাংবাদিকদের সহযোগিতায় খাগড়াছড়ির উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হবে বলে তারা আশা প্রকাশ করেন।