
দুর্জয় বড়ুয়া( প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশীদ। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের প্রকৃত শক্তি। তাঁদের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে। মে দিবস আমাদের সেই সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। তিনি বলেন, “শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রশাসন সবসময় পাশে থাকবে। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়—এটি শ্রমিকের অধিকার, আত্মমর্যাদা ও ন্যায়ের প্রতীক। শ্রমিকদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে দীঘিনালার বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।