
তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের থুতুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৬ মিনিটেই জালের দেখা পান শামসুন নাহার জুনিয়র। এরপর ১৩তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
খেলার ১৬ মিনিটে তৃতীয় গোলটি করেন মনিকা চক্রবর্ত্তী। পরের মিনিটেই রিতু পর্ণা চক্রবর্ত্তী প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন। এরপর ২০ মিনিটে গোলের খাতায় নাম লেখান তোহুরা খাতুন। বিরতিতে যাওয়ার আগে ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রিতু পর্ণা চক্রবর্ত্তী।
প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও খেলায় পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রাখে জামাল ভূঁইয়ার শিষ্যরা।
এর আগে বাংলাদেশ বাহরাইনকে ৭-০ এবং স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তৃতীয় ম্যাচেও দাপুটে জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে মূলপর্বে উঠে ইতিহাস গড়েছে মেয়েরা।
ম্যাচশেষে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “এই জয় আমাদের স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে। দেশের মেয়েদের জন্য এটা একটা বার্তা—আমরাও পারি।”