ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে প্র’তারণা: ‘সমকাল’ নাম ব্যবহার করে চলছে ফাঁ’দ!

অভি পাল:সমকাল পত্রিকার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এতে দাবি করা হচ্ছে, সারাদেশে সমকালে সাংবাদিক নিয়োগ চলছে। ফেসবুকে স্পন্সরড করে ছড়ানো বিজ্ঞাপনটিতে সমকাল পত্রিকার লোগো ও কাগজের কাটিং ব্যবহার করে তা বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবে এটি একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে ছবি, জাতীয় পরিচয়পত্র, ভিডিও এবং কোথাও কোথাও অর্থও।

এ ভুয়া বিজ্ঞপ্তিতে স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, ক্রীড়া প্রতিবেদক, ক্যাম্পাস প্রতিনিধি ও গ্রামীণ প্রতিনিধি নিয়োগের কথা বলা হয়েছে। বলা হয়েছে, আগ্রহীদের একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে ছবি ও কাগজপত্র পাঠাতে হবে। কেউ কেউ অভিযোগ করছেন, কিছুক্ষেত্রে আবেদন যাচাইয়ের নামে টাকা চেয়ে নেওয়া হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন বহু তরুণ, যারা সাংবাদিকতার স্বপ্ন নিয়ে প্রতিদিন চেষ্টা করছেন।

এ বিষয়ে সমকাল পত্রিকার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুজিত দাস-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এটি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। সমকাল এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি এবং বিজ্ঞাপনটি দেখে তারা ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাঁর ভাষায়, “আমাদের পত্রিকার নাম ও সুনাম ব্যবহার করে যারা সাধারণ মানুষকে প্রতারিত করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। এটি শুধু প্রতারণা নয়, বরং সাংবাদিকতা পেশাকে হেয় করার অপচেষ্টা।”

সাম্প্রতিক সময়ে নানা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা বেড়েছে। কিন্তু সমকাল পত্রিকার মতো একটি জাতীয় ও নির্ভরযোগ্য গণমাধ্যমের নাম ব্যবহার করে এমন প্রতারণা নতুনভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, তারা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি সাংবাদিকতা পেশাটিও জনমনে প্রশ্নের মুখে পড়ছে।

এ কারণে সমকাল কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছে, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে তা যাচাই-বাছাই না করে যেন কেউ কোনো তথ্য, ছবি বা টাকা পাঠিয়ে না দেন। পাশাপাশি প্রতারণামূলক এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকতে ও অন্যদের সচেতন করতে আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকতার মতো সম্মানজনক ও দায়িত্বশীল পেশাকে সামনে রেখে প্রতারণার এ জাল যেভাবে বিস্তার লাভ করছে, তা কঠোরভাবে মোকাবিলা করা এখন সময়ের দাবি। যারা গণমাধ্যমের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের মুখোশ উন্মোচন এখন প্রয়োজন। আর এর জন্য চাই গণসচেতনতা ও যথাযথ আইন প্রয়োগ।