
অভি পাল:বাংলাদেশ সনাতন পার্টি (BSP) প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক সম্মান প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম, রহমতগঞ্জে। অনুষ্ঠানে সনাতনী জনগোষ্ঠীর সামাজিক-রাজনৈতিক শক্তি আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত নারায়ণ মজুমদার বলেন, “সনাতনী জনগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ। আমাদের অধিকার, আমাদের কণ্ঠ—এগুলোকে দৃঢ় ভিত্তিতে দাঁড় করাতেই বাংলাদেশ সনাতন পার্টির জন্ম।” তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সনাতনী জনগণের ন্যায্য দাবি আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান অতিথি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত আশিষ কুমার দাশ বলেন, “যে জাতির দল নেই, সে জাতির বল নাই। সনাতন পার্টি সেই বল—যা আমাদের অস্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যায়ের সামনে মাথা নত নয়, বরং ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে আমাদের সোচ্চার হতে হবে।” তিনি তরুণ সমাজকে সংগঠনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
সভার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু গৌরাঙ্গ প্রসাদ দে।চট্টগ্রাম জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক শ্রীযুক্ত বাবু নয়ন বিশ্বাসাংগ্রীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় চক্রবর্তী,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠের শ্রী শ্রীমৎ প্রণবানন্দ ব্রহ্মচারী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু অজয় ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু গোপাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পণ্ডিত শুভ ভট্টাচার্য্য এবং চান্দগাঁও থানা কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু নিউটন চৌধুরীসহ বিভিন্ন থানা,উপজেলার নেতৃবৃন্দ।





