
আমাদের দিগন্ত প্রতিবেদক
দুবাই চলে যাওয়ার সময় আনছারুল আলম চোধুরী (৫৯) নামে এক ঋণখেলাপি ব্যবসায়ীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। পরে পতঙ্গা মডেল থানায় হস্তান্তর করেন।
আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক।তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার কোয়েপাড়া এয়াকুব আলী চৌধুরী বাড়ির মফিজুল আলম চৌধুরীর ছেলে।এছাড়াও তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।খেলাপি ঋণ থাকায় পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার ওসি মো. তাহইয়াতুল ইসলাম।
তিনি বলেন, আনছারুল আলম চৌধুরী আজ সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। খেলাপি ঋণ থাকায় পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, আনছারুল আলম চৌধুরীর নামে ইসলামি ব্যাংক চাক্তাই শাখায ১৪০০ কোটি টাকার ঋণ রয়েছে।