
দুর্জয় বড়ুয়া :খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে বুধবার (সকাল ১১টার দিকে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় বাজারের বিভিন্ন ঔষধের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানে ৬টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মানুষের জীবন নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। রোগীর সুস্থতার জন্য যে ওষুধ প্রয়োজন, সেটি যদি মেয়াদোত্তীর্ণ বা নকল হয় তাহলে তা মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করবো, প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদ ওষুধ পায়, সেজন্য আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।”