
দুর্জয় বড়ুয়া :চট্টগ্রামের নোয়াপাড়া দাদন কারবারী এলাকায় আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সুবেদার মেজর মোঃ কামরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি সুবেদার মেজর মোঃ কামরুল ইসলাম বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ দেশের জন্য হুমকি। সীমান্তবাসী যদি সচেতন থাকে তবে এ ধরনের অপরাধ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। বিজিবি সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবিকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। দাদন কারবারী বলেন, “বিজিবির এ ধরনের উদ্যোগ আমাদের আরও সচেতন করেছে। গ্রামের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক।”
সভায় বক্তারা মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।